সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাক ড্রাইভারদের যা যা করনীয়
- Posted on January 22, 2023
১) ট্রাক চালকদের সর্বদা ট্রাফিক আইন, গতি সীমা এবং ট্রাফিক সংকেত মেনে চলা উচিত। লেন পরিবর্তন করার[…]
মোবাইল অ্যাপে ট্রাক ভাড়া করা একটি চমৎকার অভিজ্ঞতা। আমার প্রতি মাসেই চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহনের জন্য একাধিক বড় কভারড ভ্যান ভাড়া করতে হয়। ট্রাক লাগবে মোবাইল অ্যাপে ট্রিপের তথ্য দিয়ে ট্রাক রিকোয়েস্ট করলে সাথে সাথেই আগ্রহী ট্রাক পরিচালনাকারীদের নিকট হতে ট্রাক ভাড়ার নোটিফিকেশন আসতে শুরু করে। একাধিক প্রদত্ত ট্রাক ভাড়া হতে আমার পছন্দ অনুযায়ী ট্রাক মালিকের সাথে কথা বলার সুযোগ পাই এবং তাঁদের মধ্য থেকে উপযুক্ত ট্রাক পরিচালনাকারীর সাথে ট্রিপ চূড়ান্ত করি। প্রতিযোগিতামূলক বিডিং ব্যবস্থার ফলে এবং কোন ধরনের মদ্ধসত্বভোগী না থাকায় আমি আগের চেয়ে কম খরচে ট্রাক ভাড়া করতে পারি।
বাসা পাল্টানোর জন্য ছোট ট্রাকের দরকার ছিল। অনেক ঝামেলা করে তাই ট্রাক স্ট্যান্ডেও গিয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হল তারা অনেক বেশি ভাড়া চাচ্ছে। তখন বাসায় এসে “ট্রাক লাগবে”তে রেজিস্ট্রেশন করি আর পেয়ে যাই ছোট পিকআপ ট্রাক, অল্প খরচে। ঠিক যেমনটা আমি খুজছিলাম! ধন্যবাদ ট্রাক লাগবে।
সাধারণত আমি গাজীপুর, নারায়ণগঞ্জ এবং মাওনা থেকে বিভিন্ন জেলায় বিপণনের জন্য কাভারডভ্যান ভাড়া করে থাকি। ট্রাক লাগবে অ্যাপে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ট্রাক ভাড়া করার সুবিধা পাচ্ছি। এখন আমার ব্যবসার নেটওয়ার্ক সারাদেশে বিস্তৃত।
‘ট্রাক লাগবে’ কর্পোরেট সার্ভিসের আওতায় আমাদের সম্মানিত গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী ট্রাক ভাড়া করছেন ‘ট্রাক লাগবে’ থেকে।
১) ট্রাক চালকদের সর্বদা ট্রাফিক আইন, গতি সীমা এবং ট্রাফিক সংকেত মেনে চলা উচিত। লেন পরিবর্তন করার[…]
যেকোনো সেবা নেয়ার সময় আমরা চিন্তা করি কোনও অফার আছে কিনা। কারণ বিভিন্ন অফার বা ডিসকাউন্ট গ্রাহকদের[…]
ট্রাক লাগবে অ্যাপ ট্রাক ভাড়ার প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে থাকে যা আপনার ট্রাক ভাড়ার প্রক্রিয়াকে করে[…]
ট্রাক ভাড়া করুন
ট্রাক ভাড়া নিন